Order Procedure
  • ওয়েবসাইট (www.miragebd.com) থেকে অর্ডারের ক্ষেত্রে প্রোডাক্টের কালার, সাইজ সিলেক্ট করে আপনার নাম, সম্পূর্ণ ঠিকানা (বাসা নাম্বার, রোড নাম্বারসহ) এবং মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটি সাবমিট করুন। কিছুক্ষনের মাঝে আমাদের তরফ থেকে আপনার সাথে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করা হবে।
  • ফেসবুক পেইজে (www.facebook.com/SMndCO) অর্ডার করার ক্ষেত্রে আপনার কাঙ্খিত প্রোডাক্টের সাইজ জানিয়ে মেসেজ করুন।কিছুক্ষণের মধ্যে আপনার সাইজ অনুযায়ী স্টকে থাকা কালারগুলোর ছবি দেয়া হবে। অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে প্রোডাক্টের ছবি সিলেক্ট করে আপনার নাম, সম্পূর্ণ ঠিকানা (বাসা নাম্বার, রোড নাম্বারসহ) এবং মোবাইল নাম্বার জানিয়ে মেসেজ করুন। মেসেঞ্জারেই আপনার অর্ডারের কনফার্মেশন জানিয়ে দেয়া হবে।
  • ঢাকার মধ্যে অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে কোনো এডভ্যান্স (অগ্রীম) পেমেন্ট প্রয়োজন হবে না।
  • ঢাকা সাব-এরিয়া (কেরানীগঞ্জ/গাজীপুর/সাভার/দোহার ইত্যাদি) এবং ঢাকার বাইরের অর্ডারের ক্ষেত্রে ডেলিভারি চার্জ বিকাশ এডভ্যান্স প্রযোজ্য। 
  • যারা পূর্বে আমাদের থেকে অর্ডার করেছেন বা যাদের প্রোডাক্ট রিসিভ করার প্রবণতা কমপক্ষে ৯০% বা তার বেশি, এরকম বিশেষ ক্ষেত্রে কোনো অগ্রীম ডেলিভারি চার্জ ছাড়াই অর্ডার কনফার্ম করা হতে পারে।
  • প্রতিদিনের কুরিয়ার বিকেল ৪টায় পাঠানো হয়। অর্ডার কনফার্ম করার শেষ সময় দুপুর ৩টা। এই সময়ের মধ্যে কনফার্ম করা সকল অর্ডার সেই দিন কুরিয়ার করা হবে, ৩টার পরে কনফার্ম করা অর্ডার পরবর্তী দিন কুরিয়ার করা হবে।
WhatsApp Chat