Delivery Polices

📌 আমাদের প্রতিদিনের কুরিয়ার বিকেল ৪টায় পাঠানো হয়। অর্ডার কনফার্ম করার শেষ সময় দুপুর ৩টা। এই সময়ের মধ্যে কনফার্ম করা সকল অর্ডার সেই দিন কুরিয়ার করা হবে, এরপরে কনফার্ম করা অর্ডার পরবর্তী দিন কুরিয়ার করা হবে।


📌 ঢাকার ভিতরে ডেলিভারি সময়: ১-২ দিন 


📌 ঢাকার সাব-এরিয়া ডেলিভারি সময়: ১-২ দিন (কেরানীগঞ্জ, সাভার, গাজীপুর, দোহার ইত্যাদি)


📌 ঢাকার বাইরে ডেলিভারি সময়: ২-৩ দিন


📌 ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ ৭০ টাকা


📌 ঢাকা সাব এরিয়াতে ভিতরে ডেলিভারি চার্জ ১০০ টাকা (কেরানীগঞ্জ, সাভার, গাজীপুর, দোহার ইত্যাদি)


📌 ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ১২০ টাকা


📌 ঢাকা সাব এরিয়া এবং ঢাকার বাহিরের অর্ডার কনফার্মের ক্ষেত্রে সিকিউরিটি মানি হিসেবে ডেলিভারি চার্জ এডভ্যান্স করতে হবে, যা অর্ডারের টোটাল বিলের সাথে এডজাস্ট (সমন্বয়) করে দেয়া হবে।


📌 প্রোডাক্ট ডেলিভারি করার ক্ষেত্রে আমরা একটি কুরিয়ার কোম্পানীর উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। উপরে উল্লেখিত ডেলিভারি সময় কুরিয়ার কোম্পানী থেকে নির্ধারিত। এজন্য অর্ডার কনফার্ম করার পরে অনুগ্রহ করে এই সময় পর্যন্ত অপেক্ষা করবেন।


📌 তবে "বিশেষ পরিস্থিতিতে" (প্রচন্ড দাবদাহ/ঝড়/বন্যা/ যেকোনো প্রাকৃতিক দূর্যোগ/ দুই ঈদের আগে অত্যাধিক অর্ডারের প্রেশার ইত্যাদি কারণে) ডেলিভারি সময় বেশি লাগতে পারে এরকম পরিস্থিতিতে প্রোডাক্ট ডেলিভারিতে বিলম্ব হলে, বিষয়টি অনুগ্রহপূর্বক বিবেচনা করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

WhatsApp Chat